বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফের কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

ফের কমল সোনার দাম

দেশে দুই সপ্তাহের ব্যবধানে আবারও কমলো সোনার দাম। ফলে আজ থেকে প্রতি ভরি সোনা ৯০০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা পর্যন্ত কমে বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি—বাজুস। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়— সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমে ৪৪ হাজার ৭৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ১৬৫ টাকা কমে বিক্রি হবে ৪২ হাজার ৬৯০ টাকায়। ১৮ ক্যারেটে ৮৭৪ টাকা কমে ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ৩৩ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৯১ টাকা কমে ২৪ হাজার ২৮ টাকায় বিক্রি হবে। আগে দাম ছিল ২৫ হাজার ১৯ টাকা। তবে রুপার দামের কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫০ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর