বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীতে জেঁকে বসেছে শীত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া একই সঙ্গে কুয়াশার কারণে সকালে সূর্যের বিলম্বে উপস্থিতি গত দু’দিনে হাড়কাঁপুনি শীত নামিয়েছে রাজশাহীতে। গত সোমবার থেকে হঠাৎ করে কমতে শুরু করেছে তাপমাত্রা। গতকাল সকালে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ জেঁকে বসা তীব্র শীত ও হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন বিশেষভাবে কর্মজীবী মানুষ। তারা ঠাণ্ডা তাড়াতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে সাময়িকভাবে একটু প্রশান্তি খোঁজারও চেষ্টা করছেন। রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, মঙ্গলবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ ভাগ। অনেকটা কুয়াশায় ঢাকা ছিল রাজশাহীর চারদিক। সকাল নয়টার দিকেও কুয়াশা ছিল। আকাশে তখনো দেখা মেলেনি সূর্যের। এতে করে হিমেল বাতাসে ঠাণ্ডার মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। কুয়াশার কারণে গাড়ির হেড লাইটগুলো জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। তিনি আরও জানান, সোমবার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাজশাহীর তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে নিম্ন ও মধ্যবিত্তরা হুমড়ি খেয়ে পড়ছেন ফুটপাথের দোকানগুলোতে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্নআয়ের পরিবারগুলোতে শিশু এবং বৃদ্ধরা পড়েছে বিপাকে।

সর্বশেষ খবর