বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই ভুলে মান্নার মুক্তি বিলম্ব

নিজস্ব প্রতিবেদক

দুই ভুলে মান্নার মুক্তি বিলম্ব

দুটি ভুলের কারণে জামিন পেলেও মুক্তি বিলম্ব হচ্ছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার। রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উসকানির অভিযোগে পৃথক দুই মামলায় ২৮ নভেম্বর মান্নাকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখে আপিল বিভাগ। এতে মান্নার কারামুক্তিতে আইনগত কোনো বাধা ছিল না। কিন্তু দুটি ভুলের কারণে মুক্তি পাচ্ছেন না তিনি।

জানা যায়, সুপ্রিমকোর্টের অর্ডার শিটে মান্নার দুটি মামলার একটি মামলা নম্বর দেওয়া হয়েছিল। অন্য একটি মামলা দেওয়া হয়নি। গতকাল তা সংশোধন করে জমা দেওয়া হয়। মামলা দুটি হলো ৩২ ও ১০ নম্বর। দ্বিতীয় ভুলটি ছিল, হাইকোর্টের দুটি মামলায় জামিন পান মান্না। ৩০ আগস্টের জামিন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হলেও ১০ নভেম্বরের জামিনের তারিখটি উল্লেখ ছিল না। এ কারণে সিএমএম কোর্ট এই জামিনের আদেশ গ্রহণ করেনি। এগুলো সংশোধন করে আজ চেম্বার জজ আদালতে পিটিশন করার কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘দুটি ভুল ছিল। এগুলো সংশোধন করা হয়েছে। আশা করছি, শিগগির মাহমুদুর রহমান মান্না মুক্তি পাবেন।’

সর্বশেষ খবর