বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

১৩ ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি খেলা বন্ধের নির্দেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ড খেলা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। ঢাকা ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। আবেদনটি আগামীকাল আপিল বিভাগে পূর্ণাঙ্গ শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আদেশের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন ঢাকা ক্লাবের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ৪ ডিসেম্বর একটি রিটের শুনানি করে ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ড খেলা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। আদেশের বিরুদ্ধে সেই ১৩টি ক্লাবের অন্যতম ঢাকা ক্লাব আপিল বিভাগে আবেদন করে। অন্য ক্লাবগুলো হলো- উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রাম সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

সর্বশেষ খবর