বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের সংগ্রহশালা করবে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

দেশের বীর যোদ্ধাদের মুখ থেকে সরাসরি মুক্তিযুদ্ধের বীরত্বগাথা বর্ণনার মাধ্যমে ডিজিটাল ভিডিও সংগ্রহশালা তৈরির উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন লিমিটেড। সারা দেশে মুক্তিযুদ্ধের বিভিন্ন কাহিনী বা গল্প ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়াই এর লক্ষ্য। গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার বি. ফারবার্গ, প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান প্রমুখ।

সর্বশেষ খবর