বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দেশে এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সিঙ্গাপুর

— তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

দেশে এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সিঙ্গাপুর

সিঙ্গাপুর সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। এ বিষয়ে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে স্বাক্ষরিত সমোঝোতা স্মারক অনুযায়ী দ্রুত কাজ করতে চায় দেশটি। সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী (ট্রেড মিনিস্টার) অল্প সময়ের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশ সফরের সময় তারা এ দেশে বিনিয়োগের ক্ষেত্রগুলো ঘুরে দেখবেন। সিঙ্গাপুরের ট্রেড মিনিস্টার লিম হং কিয়াম এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় তোফায়েল আহমেদকে এ আগ্রহের কথা জানানো হয়। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের চলমান বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সরকার ঘোষিত সুযোগ-সুবিধায় সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে।

সর্বশেষ খবর