শিরোনাম
বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভর্তি ফরমের অতিরিক্ত টাকা ফেরত দেয়নি শাবি

শাবি প্রতিনিধি

ভর্তি ফরমের অতিরিক্ত টাকা ফেরত দেয়নি শাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৬-১৭ সম্মান প্রথম বর্ষ ভর্তি   ফরমের অতিরিক্ত টাকা ফেরত দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষার আগে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছিল শাবি ভর্তি কমিটি-২০১৬।

জানা যায়, গত ১৬ অক্টোবর থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরম বিতরণ শুরু করে শাবি প্রশাসন। গত বছরের তুলনায় এবার ভর্তি ফরমের মূল্য ৩৩ শতাংশ বাড়ালে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ১৮ অক্টোবর কমিটি জরুরি সভা ডেকে ভর্তি ফরমের মূল্য কমায়। কিন্তু এর আগেই বর্ধিত মূল্যে ৫ হাজার ৫৬৮ শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষার আগে ২৪ নভেম্বর সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক বেলায়েত হোসেন পরীক্ষার হলেই অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে বলে জানান। তবে পরীক্ষার দিনে ওই টাকা ফেরত  দেয়নি বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ খবর