বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আজ বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ শুরু

আলোক উৎসব আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে শুরু হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই সপ্তাহের উদ্বোধন করবেন।

এবারের প্রতিপাদ্য বিষয় : ‘অদম্য বাংলাদেশ’। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন ১৫ হাজার মেগাওয়াট। আর এ উপলক্ষে আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আলোক উৎসবের আয়োজন করা হবে। গতকাল বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে শেখ হাসিনা সরকারের অব্যাহত সাফল্য জনগণকে অবহিত করতে, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী মেলায় ৪টি সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনী প্রকল্প নিয়ে করা এক প্রতিযোগিতার ১০টি প্রকল্প মেলায় প্রদর্শন করা হবে। সরকারি-বেসরকারি মিলিয়ে ১২৫টি প্রতিষ্ঠানের ৩২০টি স্টল মেলায় অংশ নিচ্ছে।

সর্বশেষ খবর