বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিএনসিসি ও বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ট্রাস্ট বিল পাস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল দুটি কণ্ঠভোটে পাস করেছে জাতীয় সংসদ। এর আগে সম্পূরক কার্যাবলিতে পল্লী সঞ্চয় ব্যাংক আইন ২০১৪ সংশোধনী বিল সংসদে উত্থাপিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের বৈঠকে বিল দুটি পাস ও উত্থাপিত হয়। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল-২০১৬ বিলটি পাসের প্রস্তাব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিলের ওপর আনীত জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবসমূহ কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলে কৃষিতে উচ্চ উৎপাদনশীলতা অর্জনে গবেষণা বা উদ্ভাবনসহ কৃষি বিষয়ে অবদানের জন্য পুরস্কার প্রদানে তহবিল গঠন ও পরিচালনার বিধান প্রণয়নে এই বিলটি আনা হয়। বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের পর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করা হবে। কৃষিখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিলটি আনা হয়েছে বলে জাতীয় সংসদে মন্ত্রী জানিয়েছেন।

বৈদেশিক মুদ্রা থেকে রাজস্ব আয় কমে যাওয়ার পেছনে হুন্ডি ব্যবসাকে দায়ী করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, হুন্ডি ব্যবসা এখন জমজমাট। তবে  আমরা হুন্ডির বিরুদ্ধে বিভিন্ন প্রকার চেষ্টা করে যাচ্ছি। আশা করি অচিরেই সুফল খুঁজে পাব। তখন আমাদের বৈদেশিক মুদ্রার গতিটা বেড়ে যাবে।

সর্বশেষ খবর