বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পর্যটকে টইটম্বুর কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

পর্যটকে টইটম্বুর কক্সবাজার

শীতকালীন অবকাশ, ইংরেজি বর্ষ বিদায় ও বরণসহ সরকারি বিভিন্ন ছুটি উপভোগ করতে কক্সবাজারে আসছেন পর্যটকরা। ডিসেম্বর জুড়ে কক্সবাজারের হোটেল-মোটেল, গেস্টহাউস ও তারকা মানের আবাসিক হোটেলের কক্ষ আগাম ভাড়া হয়ে গেছে। কাজের ভারে ঝিমিয়ে পড়া মানুষ একটু প্রশান্তির খোঁজে প্রতি বছর শীত মৌসুমে ভিড় করে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। ইতিমধ্যে দুই শতাধিক আবাসিক  হোটেলের কক্ষ অগ্রিম ভাড়া হয়ে গেছে। কোনো  হোটেলে  বিশেষ করে চলতি মাসের শেষ ১০ দিনের কক্ষ খালি নেই বলে জানা গেছে। অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না কোনো কক্ষ।

বিভিন্ন আবাসিক হোটেলের কর্মকর্তা ও পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, শীতকালীন অবকাশ, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হওয়ায় পর্যটকে টইটম্বুর হতে যাচ্ছে কক্সবাজার। তারকা মানের হোটেল রয়েল টিউলিপের বিপণন কর্মকর্তা শামসুল আলম জানান, ‘ডিসেম্বর জুড়ে আমাদের হোটেলে ১৫০ জন বিদেশি পর্যটক থাকবেন। যারা বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। এ ছাড়া ৮০ শতাংশ কক্ষ ইতিমধ্যে ভাড়া হয়ে গেছে। তবে ২০ ডিসেম্বর থেকে কোনো কক্ষ খালি নেই।’

কলাতলির তারকা মানের হোটেল সি গালের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ইমরুল ইসলাম ছিদ্দিকী রুমি জানান, ‘হোটেলে দুই-তৃতীয়াংশ কক্ষ অগ্রিম ভাড়া হয়ে গেছে। বিশেষ করে ১৬ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত কোনো কক্ষ খালি নেই। পর্যটক আকর্ষণে ইতিমধ্যে হোটেল নানাভাবে সাজানো হচ্ছে। ইনডোরে নানা অনুষ্ঠান থাকছে পর্যটকদের জন্য।’

পর্যটন  মৌসুমের  শুরুতেই পর্যটক টানতে বিভিন্ন স্পট নিজ উদ্যোগে সাজাচ্ছেন ব্যবসায়ীরা। কলাতলির তারকা মানের হোটেল ওশান প্যারাডাইস, সাইমন রিসোর্ট, লং বিচ, কক্স টুডে থেকে শুরু করে আলফার মতো স্টুডিও কটেজগুলোও নিজ উদ্যোগে সাজাচ্ছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর