বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

উন্নয়নে কাউকে বাদ রাখা যাবে না : খলীকুজ্জমান

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নে কাউকে বাদ রাখা যাবে না : খলীকুজ্জমান

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, টেকসই উন্নয়নে কাউকে বাদ দেওয়া যাবে নান। দারিদ্র্য, ক্ষুধা, বৈষম্য এ তিন সমস্যা দূর করলে সবকিছুর সমাধান হয়ে যাবে। তিন সমস্যার মধ্যেই সবকিছু চলে আসে। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে কাউকে বাদ দেওয়া যাবে না। সবাইকেই অন্তর্ভুক্ত করতে হবে। তিনি গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘নারী-পুরুষ সমতা অর্জনে বাংলাদেশের অবস্থান ও করণীয়’ শীর্ষক সভাটি আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন পরিষদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু ও বিআইডিএসের সাবেক সিনিয়র রিসার্চ ফেলো ড. প্রতিমা পাল মজুমদার।

সর্বশেষ খবর