বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মঞ্চায়ন হলো নাটক ‘কারবালার জারি’

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চায়ন হলো নাটক ‘কারবালার জারি’

নাটকের দল বটতলা আয়োজিত ‘ধরিত্রী ও মানব মুক্তির উৎসব’ শীর্ষক দশ দিনের নাট্যোৎসবে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হলো নাটক ‘কারবালার জারি’। গতকাল উৎসবের সপ্তম সন্ধ্যায় নাটকটি মঞ্চায়ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। মীর মশাররফ হোসেনের কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র মহররম পর্ব অবলম্বনে নাটকটির নির্দেশনায় ছিলেন রেজা আরিফ। হজরত মুহাম্মদ (সা.)-এর দুই দৌহিত্র হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হোসেনের জীবনের বিষাদগাঁথা নিয়ে এ নাটকের আখ্যান গড়ে উঠেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— নওরীন নিপু, আসাদুজ্জামান আবীর, অমিত হাসান সোহাগ, তরিকুল ইসলাম মৃধা, আহসান মহিউদ্দিন খান, আরুজ হোসেন, নিতাই চন্দ্র কর্মকার, শান্তনা খাতুন, ওমর ফারুক অভি, জিয়াউল হক, রুবাইয়া আলম তৃষা, আকলিমা আক্তার এশা, বৈজয়ন্তী খীসা, শ্রাবন্তী আক্তার, বণা ভৌমিক, সমু সাহা, শামীম হোসেন সরকার, হৃদয় বসাক, দীপাবলী প্রমুখ। ১০ ডিসেম্বর শেষ হবে দশ দিনের এই নাট্যোৎসব। অন্যদিকে একই সময়ে নাট্যতীর্থ আয়োজিত ‘সুন্দরী নাট্যমেলা’ শীর্ষক নাট্যোৎসবের সমাপনী সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হলো ময়মনসিংহের নাটকের দল অন্বেষা প্রযোজিত নাটক ‘ভানু সুন্দরী’।

সর্বশেষ খবর