বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-ভারতের ব্যাপক উন্নয়ন দরকার

—মনি শঙ্কর আয়ার

নিজস্ব প্রতিবেদক

ভারতের সাবেক পঞ্চায়েত মন্ত্রী মনি শঙ্কর আয়ার মনে করেন, বাংলাদেশ ও ভারতের আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দরকার। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করে এবং এই ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনার মাধ্যমে আমরা এই উন্নয়ৃন সাধন করতে পারি’। গতকাল গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে আয়োজিত পাবলিক লেকচার অনুষ্ঠানে এ মন্তব্য করে মনি শঙ্কর আয়ার বলেন, ‘আমি মনে করি, বিগত ৪৫ বছরে বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে, ভারত তার স্বাধীনতার প্রথম ৪৫ বছরে এতটা অগ্রগতি সাধন করতে পারেনি।’

সর্বশেষ খবর