শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডেঞ্জার জোন বেড়িবাঁধ

১২ ছিনতাইকারী গ্রুপ সক্রিয়

মোস্তফা কাজল

ঢাকা শহর রক্ষা বাঁধের ১৫ কিলোমিটার এলাকা এখন ডেঞ্জার জোন। এ এলাকার মধ্যে রয়েছে মহানগরীর চার থানা দারুসসালাম, শাহআলী, পল্লবী, রূপনগর ও তুরাগ। এই ডেঞ্জার জোনে প্রতিদিনই সন্ধ্যার পর ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এতে যুক্ত হয়েছে ১২টি ছিনতাইকারী গ্রুপ।

এক অনুসন্ধানে জানা গেছে, এই গ্রুপের প্রতিটির সদস্য সংখ্যা চার থেকে ছয়জন। গ্রুপগুলো পরিচিত তালেব গ্রুপ, কাশেম ওরফে কাইস্যা গ্রুপ, ফারুক ওরফে জামাই ফারুক গ্রুপ, মিজান ওরফে কানা মিজান গ্রুপ, আবুল ওরফে ল্যাংড়া আবুল গ্রুপ, খোরশেদ ওরফে চোরা খোরশেদ গ্রুপ, হাশেম ওরফে টুন্ডা হাশেম গ্রুপ, কাওছার ওরফে গলাকাটা কাওছার গ্রুপ, হেলাল গ্রুপ, মাসুদ গ্রুপ, হেমায়েত ও খোকন গ্রুপ নামে। এই ১২ গ্রুপ কর্তৃত্ব করছে বাঁধ ও সংলগ্ন আবাসিক এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছেন না। বাঁধের নবাবেরবাগে থানা পুলিশের একটি চেকপোস্ট থাকলেও এটি আছে নামে মাত্র।  বাঁধের পাশের ইস্টার্ন হাউজিং আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের বাসিন্দা গিয়াস উদ্দীন খান বলেন, ‘আমরা বাঁধের ছিনতাইকারী ও বখাটেদের কাছে জিম্মি। এই এলাকার অপরাধীরা শিন্নিরটেক থেকে আশুলিয়া পর্যন্ত রাতের আঁধারে অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে। মোটরসাইকেল, সিএনজি বেবি ট্যাক্সি, প্রাইভেট কার, টেম্পো ও লেগুনার যাত্রীরা এদের প্রধান টার্গেট। এমনকি নগরীর বিভিন্ন জায়গা থেকে খুনের পর নির্জন স্থানে লাশ ফেলে রাখার মতো ঘটনাও ঘটছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর