শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
আলোক উৎসব

হাতিরঝিলে আলোর বন্যা

নিজস্ব প্রতিবেদক

হাতিরঝিলে আলোর বন্যা

১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করায় বিদ্যুৎ মন্ত্রণালয় গতকাল আলোক উৎসবের আয়োজন করে। হাতিরঝিলে আতশবাজির আলোকচ্ছটা —বাংলাদেশ প্রতিদিন

শীতের সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল গতকাল ভেসেছিল আলোর বন্যায়। আতশবাজির আলোকচ্ছটা আর সুরের তালে লেজার রশ্মির বর্ণিল আলোয় গোটা হাতিরঝিল ঝলমল পরিবেশের সৃষ্টি হয়। ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করায় বিদ্যুৎ মন্ত্রণালয় এই আলোক উৎসবের আয়োজন করে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই উৎসবের উদ্বোধন করেন।

বর্ণিল আলোক উৎসব দেখতে ঢাকার বিভিন্ন এলাকার উৎসাহী বাসিন্দারা বিকাল থেকেই উৎসবস্থলে অপেক্ষা করেন। সন্ধ্যা ছাড়ে ৬টায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এর শুরু হয়। এরপর একে একে অত্যাধুনিক প্রযুক্তির লেজার শো ও রঙিন আতশবাজির আয়োজন করা হয়। হাতিরঝিলের স্বচ্ছ পানিতে আতশবাজি ও লেজার শো’র প্রতিচ্ছবি আরো মনোরম দৃশ্য তৈরি করে। হাতিরঝিলে আসা উত্সুক জনতা অপলক দৃষ্টিতে আতশবাজি ও লেজার শো উপভোগ করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর