শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মহেশখালীতে হচ্ছে ডিজেল ও ক্রুড স্টোরেজ ট্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও চায়না পেট্রোলিয়াম পাইপলাইনের (সিপিপি) মধ্যে ইস্টার্ন পেট্রোলিয়াম অয়েল রিফাইনারির সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৮ সালে এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের জ্বালানির চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষা হবে। মহেশখালী দ্বীপে ডিজেল ও ক্রুড স্টোরেজ ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে পেট্রোলিয়াম অয়েল ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে। আর এ প্রকল্প বাস্তবায়ন হলে লাইটারেজের মাধ্যমে পরিবহন খরচ, অপচয়সহ সরকারের বার্ষিক প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পটি বাস্তবায়ন হলে সরকারের বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

সর্বশেষ খবর