শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হজে যাওয়া যাবে যে কোনো এয়ারলাইনসে

নিজস্ব প্রতিবেদক

হজে গমনেচ্ছু ব্যক্তিদের দুটি এয়ারলাইনসের মাধ্যমে যেতে হবে— এমন সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ। এ আদেশের ফলে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস ছাড়াও যে কোনো এয়ারলাইনসে করে হজে যেতে পারবেন বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী। দুটি এয়ারলাইনসে করে হজে যেতে হবে বা হজে যাওয়ার জন্য সরকারের এক সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালে রিট করা হয়েছিল। এই রিটের চূড়ান্ত শুনানি শেষে ওই বছরের ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। গতকাল আপিল বিভাগ তা খারিজ করেন দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর