শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম আওয়ামী লীগে সদস্য পদে প্রার্থিতা নিয়ে বিশৃঙ্খলা

জেলা পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আওয়ামী লীগে সদস্য পদে প্রার্থিতা নিয়ে বিশৃঙ্খলা

চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আওয়ামী লীগে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা চলছে। দলীয় কোন্দলের জের ধরে এবার অনেক বেশি সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করায় এ অবস্থা হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে এম এ সালাম ও নারায়ণ রক্ষিত ছাড়াও সদস্য পদে মোট ৭৪টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে চেয়ারম্যান পদে নারায়ণ রক্ষিত প্রত্যাহার করেন। এখন মোট ৭৪টি ফরমের মধ্যে পুরুষ সদস্য প্রার্থী ৫৮ ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১৬ জন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। প্রার্থীরা নির্বাচনে প্রতীক বরাদ্দ পাবেন ১২ ডিসেম্বর। ধারণা পাওয়া গেছে, জেলা পরিষদের চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি একক প্রার্থী হিসেবে বিজয়ী হতে যাচ্ছেন। এ ছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সংরক্ষিত আসনসহ ৫ জন। তারা হলেন ১ নম্বর ওয়ার্ডে (মিরসরাই-বারৈয়ারহাট) শেখ আহমদ, ৭ নম্বর (রাউজান) ওয়ার্ডের কাজী আবদুল ওহাব, ৮ নম্বর (রাঙ্গুনিয়া) ওয়ার্ডে  কামরুল ইসলাম চৌধুরী, ১২ নম্বর (আনোয়ারা-বাঁশখালী আংশিক) ওয়ার্ডের এস এম আলমগীর এবং সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে দিলুয়ারা ইউসুফ।

দলীয় সূত্রে জানা গেছে, সদস্য পদে বাকি ওয়ার্ডগুলোতে একের অধিক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিয়েছেন। নেতাদের গ্রুপিং, দলাদলিতে কেউ কাউকে ছাড় না দেওয়ার মানসিকতায় বেশি সংখ্যক প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। এক্ষেত্রে কেন্দ্র ও জেলা আওয়ামী লীগ কোনো ধরনের হস্তক্ষেপ না করলে সাংগঠনিক বিশৃঙ্খলার মধ্যে জেলা পরিষদ নির্বাচন হতে পারে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ সালাম জানিয়েছেন, সদস্য পদে এককভাবে প্রার্থী দেওয়ার জন্য কোনো নির্দেশনা না থাকায় বিভিন্ন ওয়ার্ড থেকে দলের অনেকেই সদস্য ফরম জমা দিয়েছেন। এখন শুধু চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনীত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর