শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পিয়াজ-সবজির দাম কমছে

নিজস্ব প্রতিবেদক

পিয়াজ-সবজির দাম কমছে

বাজার দর

রাজধানীর নিত্যপণ্যের বাজারে পিয়াজ ও সবজির দাম কমছে। কয়েক দিনের ব্যবধানে সব ধরনের পিয়াজের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা কমেছে। একই সঙ্গে কমেছে সবজির দামও। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি সবজির দাম কেজিতে কমেছে ৮ থেকে ১০ টাকা। গতকাল দেশি এক কেজি পিয়াজ বিক্রি হয়েছে ২০ টাকায়। পাশাপাশি ভারতীয় পিয়াজ বিক্রি হচ্ছে ১৮ টাকায়। শীতের আগমনে এরই মধ্যে বাজার ভরে গেছে শীতের সবজিতে। সরবরাহ বেশি থাকায় বাজারে এখন চলছে শীতকালীন সবজির ভরা  মৌসুম। এ ছাড়া চালের বাজার স্থিতিশীল রয়েছে। কয়েক দিনের মধ্যে আমন ধান উঠতে থাকলে চালের দাম কিছুটা কমতে পারে বলে ব্যবসায়ীরা মনে করছেন।

বিক্রেতারা বলছেন, সরবরাহ বেশি থাকায় কম দামেই সবজি বিক্রি করছেন তারা। মৌসুম হিসেবে সবজির দাম বেশি হলেও বিক্রেতারা বলছেন, দাম ঠিক আছে। গতকাল মহানগরীর বারিধারা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, খুব বেশি দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। তবে মাছের দাম স্থিতিশীল রয়েছে। ফুলকপি পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি ৮-১০                   টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২ টাকায়। একইভাবে বাঁধাকপি পাইকারিতে ৬ টাকায় বিক্রি হলেও খুচরায় বিক্রি হচ্ছে ১০ টাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর