শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে বিদেশি বাঘ-বাঘিনী

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে বিদেশি বাঘ-বাঘিনী

দক্ষিণ আফ্রিকা থেকে সদ্য আনা বাঘ-বাঘিনী দেখতে চট্টগ্রাম চিড়িয়াখানায় মানুষের ভিড় জমেছে। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ-বাঘিনী দর্শকদের জন্য গতকাল উন্মুক্ত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ৩৩ লাখ টাকায় আমদানি করা একজোড়া রয়েল বেঙ্গল টাইগার ট্রাকযোগে গতকাল সকাল ১০টায় চিড়িয়াখানায় আনা হয়েছে। বাঘ দুটি দর্শকদের জন্য দুপুরে উন্মুক্ত করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

চিড়িয়াখানার নির্বাহী কমিটির সদস্য সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল আমিন বলেন, সকালে বিশেষভাবে তৈরি সুদৃশ্য দুটি কাঠের বাক্সে ভরা বাঘ দুটিকে বহনকারী ট্রাক চিড়িয়াখানায় পৌঁছে। এর আগে বৃহস্পতিবার বাঘ দুটি আফ্রিকা থেকে বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। তিনি বলেন, চিড়িয়াখানায় বাক্সবন্দী বাঘ দুটিকে প্রথমে ছোট্ট একটি লোহার খাঁচায় রাখা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে জেলা প্রশাসক এসে বাঘ দুটিকে দর্শকদের জন্য বড় খাঁচায় উন্মুক্ত করে দেন। এ সময় খাঁচায় দেশি মুরগি ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর