শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
আজ জাতীয় মূসক দিবস

রেকর্ড সৃষ্টির আশা এনবিআরের

নিজস্ব প্রতিবেদক

আজ জাতীয় মূল্য সংযোজন কর (মূসক) দিবস-২০১৬। যা ইংরেজিতে ভ্যালুঅ্যাডেট ট্যাক্স বা ‘ভ্যাট’ নামে সবার কাছে পরিচিত। ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ শীর্ষক স্লোগানে গতকাল শুরু হয়েছে জাতীয় মূসক সপ্তাহ-২০১৬। এর উদ্বোধনীতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান আশা প্রকাশ করে বলেন, নভেম্বর মাসে আয়করের মতো, ডিসেম্বর জুড়েও ব্যবসায়ীরা ভ্যাট দিয়েও রেকর্ড সৃষ্টি করবেন। এজন্য কর্মকর্তাদের করদাতাবান্ধব পরিবেশ ও তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। গতকাল সেগুন বাগিচার রাজস্ব ভবন প্রাঙ্গণে এনবিআর আয়োজিত ‘জাতীয় মূসক সপ্তাহ-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

সর্বশেষ খবর