রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আধুনিকায়ন হচ্ছে সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এ লক্ষ্যে নগরীতে নির্মিত হচ্ছে ৪টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নির্মিতব্য এই স্টেশনগুলো আগামী দুই মাসের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। স্টেশনগুলো চালু হলে বর্জ্যের অপসারণে পরিবেশ দূষণ বন্ধ হবে বলে আশা প্রকাশ করছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তারা।

জানা যায়, সিলেট নগরীতে প্রতিদিন ২০০-২৫০ মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়ে থাকে। সিটি করপোরেশনের উদ্যোগে প্রথমে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনাগুলো ভ্যান গাড়ি করে নির্দিষ্ট ডাস্টবিনে নিয়ে আসা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর