রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের ইতিহাস না জানায় বিপথগামী হচ্ছে নতুন প্রজন্ম : আমু

ঝালকাঠি প্রতিনিধি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস না জানার কারণেই বিপথগামী হচ্ছে নতুন প্রজন্ম। তিনি গতকাল ঝালকাঠি মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। আমির হোসেন আমু বলেন, মহাত্মা গান্ধী ও নেতাজী ব্যর্থ হয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু সফল হয়েছিলেন অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে। ভারতের তৎকালীন নেতারাই স্বীকার করেছেন, মহাত্মা গান্ধী ও নেতাজী সুভাষ বসুর চেয়ে বঙ্গবন্ধুর সমন্বয় অনেক বড়। বঙ্গবন্ধুর ডাকেই মানুষ অসহযোগ আন্দোলন করেছে, আবার তার ডাকেই সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

পরে মন্ত্রী মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

সর্বশেষ খবর