রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাবি ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে ধূম্রজাল!

ফরহাদ উদ্দীন

ঢাবি ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে ধূম্রজাল!

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ভর্তিচ্ছু ও অভিভাবকদের একটি অংশ এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক থেকে শুরু করে সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন বলছে, প্রশ্ন ফাঁস হয়নি তবে জালিয়াতির মাধ্যমে কয়েকজন শিক্ষার্থী চান্স পেয়েছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে প্রতারণার আশ্রয় নেওয়া এক শিক্ষার্থীকে পুলিশে দেওয়া হয়েছে এবং দুজনের বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে প্রশ্নফাঁসের অভিযোগ এনে কয়েক দিন আগে সংবাদ সম্মেলন করে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। এ দাবিতে ঢাবি উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে সংগঠনটি। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ করে এই ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করে পুনরায় পরীক্ষা নিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। বুধবার দুপুরের ভর্তিচ্ছু শিক্ষার্থী রাকিবুল হাসানের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী আ স ম সায়েম আলী ডাকযোগে এ নোটিস পাঠান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, শিক্ষা সচিব, ঢাবির উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। নোটিসে বলা হয়, সম্প্রতি হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিটে অনিয়ম করে টাকার বিনিময়ে মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে। ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন। ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রশ্নফাঁসের বিষয়টি গুজব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর