সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

১৩ ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি খেলা বন্ধের নির্দেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ড খেলা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা ক্লাবের আবেদনের শুনানি নিয়ে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল ওই সময়ের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ ও রেদোয়ান আহমেদ রানজিব, ঢাকা ক্লাবের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও রুহুল কুদ্দুস কাজল। এর আগে ৪ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ড খেলা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা  জারি করে। ক্লাবগুলো হলো— ঢাকা ক্লাব,  উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রাম সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা ক্লাব। এর শুনানি নিয়ে ৬ ডিসেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।

সর্বশেষ খবর