রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অধরা জেএমবির ছয় সদস্য

সিক্স মার্ডার

আলী আজম

অধরা জেএমবির ছয় সদস্য

রাজধানীর গোপীবাগে আলোচিত সিক্স মার্ডার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্য এখনো অধরা। যদিও তিন বছর আগে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধর্মীয় গুরু লুত্ফর রহমান ফারুক ও তার পাঁচ মুরিদকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ হত্যা মামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও এখন পর্যন্ত চার্জশিট দেয়নি পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ধর্মীয় মতাদর্শের কারণে লুত্ফর রহমান ফারুক ও অন্য পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়। লুত্ফর রহমান নিজের একটি ধর্মীয় মতাদর্শ প্রচার করতেন, যা ইসলামী শরিয়তের পরিপন্থী ও বিপরীত। পরিকল্পিত হত্যাকাণ্ডে খুনিরা ঘটনাস্থলে কোনো আলমত রেখে যায়নি। এ ঘটনায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তবে গ্রেফতার ব্যক্তির জবানবন্দি অনুযায়ী অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

তদন্তের অগ্রগতি জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক (পূর্ব) কাজী গোলাম কবীর বলেন, তরিকুল ইসলাম ও আবদুল গাফফার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তরিকুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তরিকুলের জবানবন্দি অনুযায়ী, এই হত্যাকাণ্ডে আটজন অংশ নেয়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদের গ্রেফতার করতে পারলেই মামলার চার্জশিট দেওয়া হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর