রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ওসমানী বিমানবন্দরে জব্দ ১৬ সোনার বার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা। গতকাল সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। জানা গেছে, সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-০৫২ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালিয়ে যাত্রীদের ব্যাগেজ রাখার বক্স থেকে এক কেজি ৮৭২ গ্রাম ওজনের ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, কে বা কারা এই সোনার বার দেশে এনেছে, তা অনুসন্ধান করে দেখা হবে। প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকেও ৮০টি সোনার বার উদ্ধার করেছিল কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর