রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকবে ব্যাংকিং খাত : গভর্নর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, সুবিধাবঞ্চিত সব শিক্ষার্থীর পাশে থাকবে ব্যাংকিং খাত। এ শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়তা করার জন্য ব্যাংকিং সেক্টর কাজ করে যাচ্ছে। গতকাল রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এনসিসি ব্যাংকের আয়োজনে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেন তিনি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম এবং ভাইস চেয়ারম্যান এএসএম মাঈনউদ্দিন মোনেম বিশেষ অতিথি ছিলেন। গভর্নর বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগ হলো শিক্ষা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর