রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নানা অজুহাতে সরছে না ট্যানারি শিল্প

উপেক্ষিত সরকার ও আদালতের নির্দেশ

বাদল নূর

সরকার এবং আদালতের নির্দেশনা থাকলেও বিভিন্ন অজুহাতে সরছে না রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প। বার বার উপেক্ষিত হচ্ছে সরকার ও উচ্চ আদালতের নির্দেশ। সরেজমিন ঘুরে দেখা গেছে, হাজারীবাগে সচল ৮৫টি ট্যানারির মধ্যে এ পর্যন্ত স্থানান্তর হয়েছে ১৮টি। বাকি ৬৭টি ট্যানারি আগামী তিন মাসের মধ্যে স্থানান্তর হতে পারে বলে জানিয়েছেন মালিকরা। তারা বলেন, সাভারে কারখানা নির্মাণের কাজ চলছে। উচ্চ আদালতের নির্দেশে ২০০৩ সালে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করে সাভারের চরনারায়ণপুরে নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে ট্যানারি মালিকদের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রথম দিকে বিষয়টি বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়।   পর থেকে দফায় দফায় বৈঠক হয় উভয় পক্ষের মধ্যে।

২০০৫ সালে ট্যানারি স্থাপনের জন্য সাভারের চরনারায়ণপুরে জায়গা কেনা হয়। মালিকদের প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে ট্যানারি মালিকরা এ শিল্প স্থানান্তরের জন্য সরকারের কাছে সহজ সুদে ঋণ চান। মালিকরা চাহিদা অনুযায়ী অর্থ না পাওয়ায় ঝুলে যায় এ শিল্প স্থানান্তরের কাজ। অবশেষে সরকার চামড়া ও বস্ত্র খাতে ১৬০০ কোটি টাকা ঋণ দেওয়ার শর্তে স্থানান্তরে রাজি হন ট্যানারি মালিকরা। দীর্ঘ জটিলতার পর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের কাজ শুরু হলেও বর্তমানে নানা অজুহাতে তা বিলম্বিত করছেন ট্যানারি মালিকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর