শিরোনাম
সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চুলার আগুনে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চুলার আগুনে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মচারী সৈয়দ হোসেন। স্ত্রী-সন্তান নিয়ে তার সাজানো সংসার। স্ত্রী রিনা আকতারও ছয় মাসের অন্তঃসত্ত্বা। নতুন অতিথিকে বরণ করতে পুরো পরিবারই ছিল মধুর অপেক্ষায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের অপেক্ষা আর শেষ হলো না। বসত ঘরের সঙ্গে পুড়ে গেল তাদের সব স্বপ্ন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে নিহত হলেন সৈয়দ হোসেন এবং রিনা আকতার। একই সঙ্গে পৃথিবীর আলো দেখার আগে গর্ভাবস্থায় করুণ মৃত্যু হলো অনাগত শিশুটির। দমবন্ধ হয়ে বাবা-মা মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে যায় তাদের দুই বছরের শিশুসন্তান আদিয়াত হোসেন সাবা। গতকাল ভোর রাতে নগরীর বাকলিয়া থানাধীন শাহজীপাড়া এলাকায় নির্মম এ ঘটনা ঘটে। কালুরঘাট ফায়ার স্টেশনের    সিনিয়র অফিসার অতিশ চাকমা বলেন, শাহজীপাড়ায় রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিন মালিকের তিনটি বসত পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ধোঁয়ার কারণে ঘর থেকে বের হতে পারেননি সৈয়দ হোসেন ও তার স্ত্রী রিনা। এতে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ধোঁয়ায় দম বন্ধ হয়ে সৈয়দ হোসেন ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সৈয়দ হোসেনের স্ত্রী রিনা গর্ভবতী ছিলেন। ধোঁয়ায় তাদের সঙ্গে করুণ মৃত্যু ঘটল তাদের অনাগত সন্তানেরও।

সর্বশেষ খবর