সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
স্মরণসভায় বক্তারা

সাদা মনের মানুষ ছিলেন শাকিল

সাংস্কৃতিক প্রতিবেদক

‘অসম্ভব প্রাণপ্রাচুর্যে ভরা সাদা মনের একজন মানুষ ছিলেন মাহবুবুল হক শাকিল। নিজের বেদনা লুকিয়ে রেখে সবার বেদনা ঘুচিয়ে দিতেন। তার সঙ্গে যারা মিশেছেন, তাদের প্রত্যেককেই তিনি আপন করে নিয়েছিলেন। নিজের সান্নিধ্যে আসা সবাইকে তিনি মাতিয়ে রাখতেন।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও অকালপ্রয়াত কবি মাহবুবুল হক শাকিলকে স্মরণ করে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘তিনি শুধু প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীই ছিলেন না, তিনি একজন কবিও ছিলেন। তার মতো বড় মাপের, বিশাল হৃদয়ের মানুষ আমরা নিত্য পাই না।’ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির আয়োজনে ও বাংলা একাডেমির সহযোগিতায় গতকাল বিকালে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই স্মরণসভা। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মাজহারুল ইসলামের সঞ্চালনায়    অনুষ্ঠানে মাহবুবুল হক শাকিলের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক ড. ফকরুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, কবি কাজী রোজি, কথাসাহিত্যিক আনিসুল হক, কবি হাবীবুল্লাহ সিরাজী, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। এতে সভাপতিত্ব করেন ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণানুষ্ঠানের সূচনা ঘটে। শেষে সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, ‘একটা মানুষ জীবনের মধ্যগগনে সব আলো নিভিয়ে চলে গেলেন। প্রতিভাবান সাহিত্যিক সব সম্ভাবনা রেখে দৃশ্যপট থেকে অন্তর্ধান করল। একজন মানুষ যে সবাইকে ভালোবাসত, তাদের সবার চোখ এড়িয়ে কোথায় যেন চলে গেল। শাকিল বেহিসাবিভাবে জীবন ব্যয় করেছেন, দেউলিয়া হয়ে চলে গেছেন।’ তিনি বলেন, ‘কন্যাকে নিয়ে শাকিলের অনেক স্বপ্ন ছিল। আমি আশা করব, তার কন্যা সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। শাকিলকে ভোলা সম্ভব না, আমাদের হৃদয়ে সব সময় বেঁচে থাকবে।’ স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ড. মুহাম্মদ সামাদ, ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও জয়ন্ত চট্টোপাধ্যায়।

সর্বশেষ খবর