মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ওয়াজ মাহফিল ও নামযজ্ঞের ১০ কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলার এক পৌরসভা এবং ১১ ইউনিয়নে বার্ষিক ওয়াজ মাহফিল ও হিন্দু ধর্মাবলম্বীদের যজ্ঞানুষ্ঠানের নামে সরকারি জিআর প্রকল্পের প্রায় ১০ কোটি টাকার ৩ হাজার ৩৯১ টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অর্থ নড়াইল জেলার লোহাগড়া পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৮৬৮টি প্রকল্পের অনুকূলে বিশেষ বরাদ্দ দেয়া হয়েছিল। এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

অভিযোগের তীর লোহাগড়া সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমির লিটুসহ ক্ষমতাসীন দলের স্থানীয় বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে উঠেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো এমন অভিযোগ যাচাই-বাছাই শেষে গতকাল অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিষয়টি নিশ্চিত করে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, দুদকে পাঠানো দুই পৃষ্ঠার এমন অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালককে তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়ে দ্রুত সময়ের মধ্যে কমিশনে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুদক সূত্র জানায়, পারস্পরিক যোগসাজশে ২০১৫-১৬ অর্থবছরে প্রকল্পের বরাদ্দ বিশেষভাবে পাসের পর আত্মসাৎ করা হয়। নড়াইল জেলার লোহাগড়া পৌরসভাসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রকল্প বাস্তবায়নের কোনো প্রমাণ পাওয়া যাবে না বলে অভিযোগে বলা হয়েছে। এক মহল্লায় ১২ থেকে ১৫টি ওয়াজ মাহফিল হয়েছে বলে দেখানো হয়। এমনকি একই বাড়িতে বড় ভাই, ছোট ভাই, চাচা, ভাতিজা, চাচাতো ভাই সবার নামে তাদের বাড়ির পাশে একই দিনে ওয়াজ মাহফিল  দেখানো হয়েছে।

সর্বশেষ খবর