মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নতুন বছরে স্কুলের ছুটি ৮৫ দিন

নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৭ সালে ৮৫ দিন ছুটি অনুমোদন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় গতকাল ছুটির তালিকা অনুমোদন দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালককে পাঠিয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সাপ্তাহিক ছুটি ছাড়া এসব বিদ্যালয়ে মোট ছুটি ৮৫ দিন। সরকার যেসব দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করবে সেসব দিন এই ৮৫ দিনের অন্তর্ভুক্ত হবে।

এ ছাড়া শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৬ থেকে ২২ জুলাইয়ের মধ্যে অর্ধ-বার্ষিক বা প্রাক-নির্বাচনী পরীক্ষা নিয়ে ৫ আগস্টের মধ্যে ফল প্রকাশ করতে হবে। আর ১১ থেকে ২৮ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষা নিয়ে তার ফলাফল ৫ নভেম্বর প্রকাশ করতে হবে। ২৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বর ফল প্রকাশ করতে হবে। বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাউশির অনুমতি নিতে হবে।

সর্বশেষ খবর