মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘উধাও জঙ্গিদের নিয়ে উদ্বিগ্ন পুলিশ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাজা শেষে বা জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হওয়ার পর উধাও হয়ে যাওয়া জঙ্গিদের নিয়েই পুলিশ প্রশাসন বেশি উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দেশে বেশ কিছুদিন ধরে নিউ জেএমবির তত্পরতা চলে এলেও হলি আর্টিজানের ঘটনার প্রায় ১৫ দিন পর থেকে পুরনো জেএমবি সক্রিয় হয়ে উঠে। এই পুরনো জেএমবিরা মূলত বাংলাভাইয়ের সময় ছিল। তারা পুনরায় সক্রিয় হয়ে উঠলে তাদের সম্পর্কে আমরাও সতর্ক অবস্থানে আছি।’ গতকাল সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রামের এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পুরনো জেএমবির জোরদার তত্পরতা শুরু হয়েছে। বিশেষ করে তাদের অনেকেই জেল-জরিমানা শেষে কারাগার থেকে বের হয়ে আত্মগোপনে বা উধাও হয়ে গেছে। এমন হদিস না থাকা জঙ্গিদের বিষয়েই আমাদের বেশি ভয়। কারণ তারা আবারও জঙ্গি তত্পরতার সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা তাদের বিষয়ে সব সময় নজরদারি রাখছি।’

সর্বশেষ খবর