মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাল্যবিবাহ নিরোধ খসড়া আইনে বিশেষ বিধান বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬’ এর খসড়ায় বিশেষ বিধান বাতিলের দাবিতে গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। নারীবাদী সংগঠন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র এই সমাবেশ করে।

সংগঠনটির পক্ষ থেকে বক্তারা বলেন, অবিলম্বে বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিল করতে হবে। একই সঙ্গে যৌতুকের কারণে টাঙ্গাইলে ফাতেমা ও সিলেটে সোমা আক্তারের ওপর বর্বরোচিত নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ঢাকা নগর কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত ও অর্থ সম্পাদক তাছলিমা আক্তার বিউটি।

সর্বশেষ খবর