বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেঘনা সিমেন্টের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

মেঘনা সিমেন্টের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত (১৮ মাস) সময়ে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। মেঘনা সিমেন্টের শেয়ার হোল্ডাররা ১৫ শতাংশ নগদ লভ্যাংশকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক এ আর রশিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক খাজা আহমেদুর রহমান, কোম্পানির পরিচালকমণ্ডলীর পক্ষে ময়নাল হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) আবু হায়দার খান, বসুন্ধরা গ্রুপের তথ্য ও গণমাধ্যম উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ। এ আর রশিদী বলেন, বিশ্বে সিমেন্ট শিল্পে বাংলাদেশের অবস্থান ৪০তম। সিমেন্ট শিল্পে বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। নানা অনিশ্চয়তা ও বাধা থাকার পরও আমরা বাজার ধরে রাখার চেষ্টা করছি। তিনি বলেন, সিমেন্টের ক্রমবর্ধমান দেশীয় চাহিদা পূরণের লক্ষ্যে বার্ষিক সিমেন্ট উৎপাদনের সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেঘনা সিমেন্ট। আর সে উদ্দেশ্যে ২৪৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে উন্নত মেশিনারিজ কেনা হচ্ছে। তিনি আরও বলেন, সিমেন্টের দেশীয় চাহিদার তুলনায় দেশের সম্মিলিত উৎপাদনের সক্ষমতা অনেক বেশি। পক্ষান্তরে দেশের ভোক্তাপ্রতি সিমেন্ট ব্যবহারের হার অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত কম।

সভায় বক্তারা বলেন, সিমেন্ট একটি শিল্পজাত পণ্য। তীব্র প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকতে সহযোগিতামূলক পরিবেশ ও আবহের প্রয়োজন। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মিল রেখে কোম্পানির যাবতীয় কার্যক্রম কর্মধারাকে পরিচালনার চেষ্টা করছে মেঘনা সিমেন্ট।

সর্বশেষ খবর