শিরোনাম
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অনেকেই রাতারাতি শিল্পপতি : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে পরিচালিত হয়েছে। ফলে ট্রেডিং না জেনেও অনেকেই রাজনৈতিক কারণে ‘জোন’ পেয়েছেন। তারা রাতারাতি শিল্পপতি হয়েছেন। এর দায় এখনো আমরা বহন করছি। তা ছাড়া ঋণ কেলেঙ্কারির ঘটনায় রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত বেসিক ব্যাংকের অবস্থা অন্য যে কোনো ব্যাংকের চেয়ে খারাপ। গতকাল সচিবালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত এক বছরের লভ্যাংশের ১০ কোটি টাকার চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন বিডিবিএলের চেয়ারম্যান ইয়াসিন আলী।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের সমস্যা আছে। প্রথম দিকে ব্যাংকিং নিয়মকানুন সঠিকভাবে পরিচালিত হয়নি।

সর্বশেষ খবর