শিরোনাম
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নৌ-রুট সংস্কারে ৩৬০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা আইডিএর সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-আশুগঞ্জ-চট্টগ্রাম নৌ করিডোর সংস্কারে ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এই লক্ষ্যে গতকাল বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা আইডিএর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-আশুগঞ্জ-চট্টগ্রাম নৌ করিডোর বাংলাদেশের প্রধান অভ্যন্তরীণ নৌ বাণিজ্যিক রুট যা আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৩০০ কিলোমিটার দৈর্ঘ্যের এ রুটে বরিশালসহ অন্যান্য রুটের সংযোগ রয়েছে। দেশের অভ্যন্তরীণ রুটের প্রায় ৮০ শতাংশ নৌযান এ করিডোরের মধ্য দিয়ে চলাচল করে। দৈনিক প্রায় দুই লাখ যাত্রী এসব জলপথ ব্যবহার করে। নৌযান চলাচল নিরবচ্চ্ছিন্ন করতে ও এ পথে বাণিজ্য বাড়াতে এ জলপথ সম্প্রসারণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সহজ শর্তে বিশ্বব্যাংক ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। এর মধ্যে আইডিএ রিজিওনাল ফান্ড থেকে পাওয়া যাবে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার।

এ ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধের সুযোগ থাকছে। এ ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং অনুত্তোলিত অর্থের ওপর শূন্য দশমিক ৫০ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ প্রদান করতে হবে।

সর্বশেষ খবর