শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভূমি অধিগ্রহণেই আটকে আছে এলপিজির প্রকল্প

দুই বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের আশাবাদ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মজুদ ও বোতলজাতকরণ প্রকল্পের কাজ ভূমি অধিগ্রহণেই আটকে আছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুকূলে বন্দোবস্ত চাওয়া ২৫০ কোটি টাকার প্রকল্পের জন্য ১০ একর ভূমি অধিগ্রহণ না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। তবে ১ নভেম্বর প্রস্তাবিত ভূমি বন্দোবস্তের জন্য সুপারিশ করে ভূমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ফলে শিগগিরই ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন হবে বলে জেলা প্রশাসন জানায়। প্রকল্পটি বাস্তবায়ন হলে এর আওতায় ইউনিয়ন, উপজেলা ও দেশের ছোট শহরগুলোয় গ্রাহকের ক্রয়ক্ষমতা অনুযায়ী পরিবারের জন্য ১২ দশমিক ৫০ কেজি সিলিন্ডারের পাশাপাশি ৬.৫, ২০, ৪০ ও ৫০ কেজি ওজনের সিলিন্ডার উৎপাদন ও বিতরণ করা হবে। এলপি গ্যাস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ফজলুর রহমান খান বলেন, ‘এলপিজি গ্যাসের প্রকল্পের জন্য সীতাকুণ্ডের লতিফপুরে ১০ একর ভূমি চিহ্নিত করা হয়েছে। ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসন প্রকল্পের পক্ষে ভূমি অধিগ্রহণে সুপারিশও করেছে। আশা করছি খুব শিগগিরই ভূমি বন্দোবস্তের অনুমোদন মিলবে। অধিগ্রহণ হয়ে গেলে দুই বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে।’ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে গৃহস্থালি জ্বালানির জন্য এলপিজিকে আর্থিকভাবে সাশ্রয়ী করে সাধারণ মানুষের দোরগোড়ায় সুলভে বিতরণের লক্ষ্যে ২০১১-১২ অর্থবছরে পিপিপির আওতায় ‘কনস্ট্রাকশন অব এলপিজি বটলিং প্লান্ট অ্যাট কুমিরা অর অ্যানি সুইটেবল প্লেস ইন চিটাগং ইনক্লুডিং ইমপোর্ট ফ্যাসিলিটিজ অব এলপিজি, জেটি, পাইপলাইনস স্টোরেজ ট্যাংকস’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর