শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নৌবাহিনীর জন্য কেনা দুটি সাবমেরিন চট্টগ্রামে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নৌবাহিনীর জন্য কেনা দুটি সাবমেরিন চট্টগ্রামে পৌঁছেছে

চীনের দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে গত ১৪ নভেম্বর বাংলাদেশের প্রতিনিধিদের হাতে দুটি সাবমেরিন হস্তান্তর করা হয়

বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীন থেকে কেনা দুটি সাবমেরিন গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, সন্ধ্যা ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম বন্দরের সিসিটি ১ নম্বর জেটিতে সাবমেরিন দুটিকে বহনকারী একটি জাহাজ ভিড়ে। গত ১৪ নভেম্বর চীনে তৈরি এই দুটি কনভেনশনাল সাবমেরিন বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে চীন সরকার। চীনের দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে চীনের রিয়ার অ্যাডমিরাল লিউ জি ঝু সাবমেরিন দুটি হস্তান্তর করেন। বানৌজা ‘নবযাত্রা’ ও বানৌজা ‘জয়যাত্রা’ নামে সাবমেরিন দুটো নৌবহরে যুক্ত হবে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করা সাবমেরিন দুটির ৭৬ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৬ মিটার প্রস্থ। সাবমেরিনগুলো টর্পেডো ও মাইনদ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করতে সক্ষম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর