শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

খাস জমির ৮৮ শতাংশই ধনী ও প্রভাবশালীদের দখলে : বারকাত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত বলেছেন, দেশে খাস জমি-জলার পরিমাণ প্রায় ৫০ লাখ একর। এর মধ্যে ৮৮ শতাংশ জমি দখল করে আছে ধনী ও প্রভাবশালীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজিত প্রতিবেদন সংকলন প্রকাশ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। আবুল বারকাত বলেন, দেশের জনসংখ্যার ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ৭৫ শতাংশ লোকের বসবাস চরে। এই চরবাসীদের ৮০ শতাংশই দরিদ্র। চরের ৯৩ ভাগ মানুষ ভূমিহীন। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ৬০ লাখ মানুষ শত্রু ও অর্পিত সম্পত্তি আইনে ক্ষতিগ্রস্ত। প্রতিনিয়ত ভূমি দখল হচ্ছে। নারীদের ভূমি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

প্রকাশিত সংকলনটি বাংলাদেশে জমি-জলা-জঙ্গল এবং তার সঙ্গে জনমানুষের সম্পর্কের বিষয়ে মোট ১৭টি নিবিড় গবেষণাপত্রের একৃটি প্রামাণ্য দলিল। প্রায় ৪৫০ পৃষ্ঠার এই সংকলনে অন্তর্ভুক্ত গবেষণাপত্রগুলো এ দেশের জমি-জলা-জঙ্গলের নানান প্রেক্ষিতকে তুলে ধরেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর