শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কমেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

কমেছে সবজির দাম

বাজার দর

বাজারের শীতকালীন সবজির দাম কমে এসেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। কমেছে বিভিন্ন প্রকার শাকের দামও।

গতকাল বনানী কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে একই তথ্য পাওয়া গেছে। বনানী বাজারের সবজি ব্যবসায়ী আবদুল হান্নান জানান, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বেশির ভাগ সবজির দাম কমেছে। এখন কেজি প্রতি শিমের দাম ৪০, মূলা ২০-২৫, গাজর ৪০, বাঁধাকপি ও ফুল কপির পিস ১৫, পেঁপে ২০, কাঁচামরিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শাল গম ২০, পাকা টমেটো ৫০, লাউয়ের পিস ৩০-৪০, মিষ্টি কুমড়ার পিস ২০, জলপাই ৫০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু ২৫-২৮, শসা ৩০, করলা ৪০, উচ্ছে ৫০, পটোল ৫০, কচুর লতি ৫০, বরবটি ৬০, লম্বা বেগুন ৪০ ও গোল বেগুন ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। গরুর মাংসের কেজি ৪৪০ টাকা ছিল, বেড়েছে ১০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৪০ টাকা থেকে  বেড়ে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মুরগির ডিমের ডজন ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিম ১০ টাকা কমে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিম ১০ টাকা কমে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। শাক বিক্রেতা ইকবাল বাহার জানান, সব ধরনের শাকের দাম কমেছে। লাল শাকের আঁটি ৮, ডাঁটা ১২, ডাঁটা শাকের আঁটি ৮, পালং শাকের আঁটি ৮, ধনেপাতার আঁঁটি ৮, কলমি শাকের আঁটি ৫, মুলা শাখের  আঁটি  ৫, কাঁচ কলার হালি ৩০, লাউ শাকের আঁটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মাছের সরবরাহ বেশি থাকায় দাম স্বাভাবিক রয়েছে। কাতল ১৮০, টেংড়া ৩২০, বোয়াল ১৫০, পুঁটি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের এক জোড়া ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। কোরাল বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর