শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে গুলি বন্ধে বিজিবি বিএসএফ ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চর মাজারদিয়াড় পোস্টের ওপারে ভারতের কাহারপাড়ায় গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তে গুলি বর্ষণ না করা, মানব পাচার ও চোরাচালান বন্ধে উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছায়। বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল উদ্দিন পাঠান জানান, পতাকা বৈঠকে সীমান্তে গুলিবর্ষণ না করা, মানব পাচার, হত্যা-নির্যাতন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিশ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে দুই বাহিনীই একমত হয়।

সর্বশেষ খবর