রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাপান অটোমেকানিক থেকে গ্র্যাজুয়েশন পেল গ্রামীণ ঋণগ্রহীতার সন্তান

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের সন্তান গ্র্যাজুয়েশন পেল জাপান অটোমেকানিক সামাজিক ব্যবসা জয়েন্ট ভেঞ্চার থেকে। গত বৃহস্পতিবার ঢাকায় জাপান অটোমেকানিক ট্রেনিং স্কুলের প্রথম ব্যাচের ১০ জন ছাত্রের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহম্মদ ইউনূস। জাপান অটোমেকানিক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সুনিয়াকি হিরাও এবং মহাব্যবস্থাপক ডানকান পাওয়ারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউনূস সেন্টার এ তথ্য জানায়। জানুয়ারি ২০১৫-তে ১০ জন ছাত্র নিয়ে জাপান অটোমেকানিক ট্রেনিং স্কুল ঢাকায় যাত্রা শুরু করে। জাপান অটোমেকানিক ট্রেনিং স্কুল জাপানের অলাভজনক ফাউন্ডেশন এস কে ড্রিম, গ্রামীণ শিক্ষা এবং র্যাংগ্স ওয়ার্কশপ লিঃ-এর একটি আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চার সামাজিক ব্যবসা। স্কুলটির লক্ষ্য বাংলাদেশি তরুণদের মোটরগাড়ি বিশেষ করে জাপানে প্রস্তুত গাড়ি রক্ষণাবেক্ষণ ও মেরামতে প্রশিক্ষিত করা।

সর্বশেষ খবর