মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে ইউজিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। গতকাল সকাল থেকে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের ডেকে সাক্ষাৎকার নেওয়া শুরু করেন ইউজিসির সদস্য অধ্যাপক আখতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি। কমিটির অপর দুই সদস্য হলেন ইউজিসির অতিরিক্ত পরিচালক ফখরুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান।

বেরোবি শিক্ষক সমিতির অভিযোগের প্ররিপ্রেক্ষিতে উপাচার্যের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত ২ আগস্ট তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। উপাচার্যের বিরুদ্ধে আনা শিক্ষক সমিতির অভিযোগের মধ্যে রয়েছে, উপাচার্য মাসের বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচলাবস্থা সৃষ্টি হয়। একাই ১৭টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন, মিথ্যা মামলা দিয়ে শিক্ষক-কর্মচারী হয়রানি এবং শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের। বেরোবি শিক্ষক সভাপতি ড. আর এম হাফিজুর রহমান বলেন, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপাচার্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। বেরোবির উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী বলেন, বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির নিয়ম-নীতির মধ্য থেকেই সব কাজ করা হয়েছে। শিক্ষক সমিতি কী অভিযোগ করেছে জানি না। প্রসঙ্গত, ইউজিসির নির্দেশ উপেক্ষা করে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়াসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে ২০১৩ সালের ৫ মে উপাচার্য আবদুল জলিল মিয়াকে অব্যাহতি দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর