মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মানবতার পাশে কয়েক যুবক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মানবতার পাশে কয়েক যুবক

গভীর রাতে স্টেশনে শীতবস্ত্র বিতরণ করেন সোসাল সার্ভিস সংগঠনের তরুণরা

তীব্র শীতের রাত। স্টেশনের প্লাটফরমের ওপরে পড়ে আছে বেশকিছু মানুষ। তাদের গায়ে জীর্ণশীর্ণ কাপড়। কেউ বা ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে যুদ্ধ করছেন শীতের বিরুদ্ধে। তাদের শীত থেকে রক্ষা করতে এগিয়ে এসেছেন কয়েক যুবক। মানবতার পাশে দাঁড়াতে প্রত্যেকের গায়ে জড়িয়ে দিচ্ছেন কম্বল আর শীতের পোশাক। শুক্রবার রাত সাড়ে ১২টায় রাজশাহীর রেল স্টেশনের চিত্র এটি।

সোস্যাল সার্ভিস নামের সংগঠনের কয়েক যুবকের উদ্যোগে শুক্রবার রাতে দেড়শ কম্বলসহ শীতের কাপড় বিতরণ করা হয়। কম্বল পেয়ে অন্ধ ভিক্ষুক আবদুল করিম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘জারের রাইতে অনেক কষ্টে কাটে। কেউ আমাগ্যারে খোঁজ রাহে না। ছাওয়ালগুলোর জন্যে মন থেইক্যা দোয়া বের অয়। তারা নিজেগ্যারে পহেটের ট্যাহা খরচ হইরা আমাগ্যারে কষ্ট দূর হরতেছে।’ সংগঠনের সদস্য ফারহান শাহ নেওয়াজ বলেন, অনেক সংগঠন শীতের কাপড় বিতরণ করে। তবে সেসব কাপড় একই জন দুইবার নেয় এমনও হয়। যাদের পাওয়া দরকার তারা দেখা যায় পায় না। তাই আমরা রাতে বের হয়েছি। সংগঠনের আরেক সদস্য সায়েদ শাফি বলেন, কিছুদিন আগে শীতের মধ্যে আমরা কয়েক বন্ধু ঘুরতে বের হই। রাতে শীতের কষ্ট অনুভব করতে পারি। সেদিন সবাই সিদ্ধান্ত নিলাম হাত খরচের টাকা জমিয়ে মানুষের জন্য কিছু করতে হবে। আরেক সদস্য আরিফ রহমান বলেন, শীতের সময় এখানকার ভূমিহীন মানুষগুলো পথেঘাটে অনেক কষ্টে জীবন কাটায়। তাদের একটু সহযোগিতা করতে পেরে অনেক শান্তি পেয়েছি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর