মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিভিন্ন দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের তালা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১২ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সামনে অবস্থান নেয়। এর ফলে ভিতরে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা অবরুদ্ধ অবস্থায় আটকা পড়েছেন। শিক্ষার্থীদের যে ১২ দফা দাবিতে আন্দোলন করছেন সেগুলো হচ্ছে—শিওর ক্যাশে সব ধরনের আর্থিক লেনদেন বাতিল করা, ছাত্রাবাসে বিভিন্ন সমস্যার সমাধান, নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা, ক্রমান্বয়ে সেমিস্টার ফি না বাড়ানো, গবেষণাগার, পাঠাগার ও শিক্ষাভবনে বসবাস নিষিদ্ধ করা, নির্ধারিত সময়ে সেমিস্টার পরীক্ষা নেওয়া ও যথা সময়ে ফল প্রকাশ, ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা বাড়ানো। এদিকে গতকাল বেলা ১টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রশাসনিক ভবনে ঢুকেন। তিনি ঢুকার পর আবার তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর