মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিএনএর ফল জানতে ডিসি অফিসে স্বজনরা

টাম্পাকো ট্র্যাজেডি

গাজীপুর প্রতিনিধি

ডিএনএর ফল জানতে ডিসি অফিসে স্বজনরা

টঙ্গীর টাম্পাকোতে নিখোঁজ শ্রমিকদের ডিএনএ পরীক্ষার ফলাফল জানতে গতকাল চার পরিবারের সদস্যরা গাজীপুর জেলা প্রশাসকের দফতরে এসেছিলেন। তাদের জানানো হয়েছে, আগামী মাসে এ ফল জানা যাবে। উল্লেখ্য, ডিএনএ (ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড) টেস্টের জন্য গত ২১ সেপ্টেম্বর নিখোঁজ ৯ পরিবারের স্বজন ঢাকার সিআইডিতে রক্ত ও লালা দিয়েছিলেন। এর ফলাফল জানতে গতকাল সকালে টাম্পাকো ফয়েলস লিমিটেডের মেশিন অপারেটর আনিসুর রহমানের (৩০) স্ত্রী শারমিন আক্তার শিল্পী, মাগুরা জেলার ছনপুর গ্রামের নিখোঁজ আজিম উদ্দিনের (৩৬) স্ত্রী পারভীন আক্তার, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উপুলকি গ্রামের নিখোঁজ আবুল হোসেনের স্ত্রী নূরুন্নাহার, কুমিল্লার মুরাদনগর উপজেলার টঙ্কি গ্রামের বাসিন্দা নিখোঁজ মাসুম আহমেদের স্ত্রী রূপালী বেগম জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এসময় জেলা প্রশাসকের পক্ষে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, কয়েকটি ধাপে সিআইডির ফরেনসিক বিভাগ ডিএনএ পরীক্ষা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর