মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিশুপার্কের জায়গায় স্মৃতিসৌধ : নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, খেতাবপ্রাপ্ত, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা পৌরকরমুক্ত। সাধারণ মুক্তিযোদ্ধারা নিজের বাসার এক হাজার বর্গফুট পর্যন্ত করমুক্ত। হতদরিদ্র ও অসচ্ছল মুক্তিযোদ্ধারা করের আওতামুক্ত। এটি তাদের প্রতি সম্মান। কিন্তু নগরীর উন্নয়নের জন্য নাগরিকদের পৌরকর দিতে হবে। সক্ষম নাগরিকদের পৌরকর দেওয়া দেশপ্রেম ও নৈতিকতার অংশ। গতকাল নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বীর মুক্তিযোদ্ধা সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, মুক্তিযোদ্ধাদের বাড়ি তৈরির সয়েল টেস্ট, ড্রয়িং ও ডিজাইন চূড়ান্ত হয়েছে। কয়েক দিনের মধ্যে এর ভিত্তি স্থাপন করা হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ও সাবিহা মুসা, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, রাশিয়ার কনসাল জেনারেল মি. ওলেগ পি, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন আহমদ, মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর