মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘পাপকে ঘৃণা কর, কাছে টান বিপথগামীদের’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘পাপকে ঘৃণা কর, কাছে টান বিপথগামীদের’

চট্টগ্রাম লালদীঘি ময়দানে গাউছুল আজম কনফারেন্সে বক্তব্য রাখেন অধ্যাপক ফোরকান মিয়া, চবি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারের কর্ণধার আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী বলেছেন, শায়খ ছৈয়্যদ গাউছুল আজমের (রহ.) বাণী ‘পাপীকে নয়, পাপকে ঘৃণা কর, বিপথগামীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান নয়, তাদের পরম স্নেহ-মমতায় কাছে টান’। এ দর্শনের আলোকে তিনি অগণিত পথভ্রষ্টকে নূরে মুহাম্মদীর জ্যোতিতে হেদায়াতের প্লাবনে সমাজে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছেন। গতকাল বিকালে চট্টগ্রাম লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির উদ্যোগে জশেন জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত গাউছুল আজম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংলাদেশ জমিয়াতুল মোদাররেচ্ছিনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবুল মনছুর, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবুল হাসান, গাছবাড়ীয়া সরকারি  কলেজ ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান  এলবিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাহার উদ্দিন সাকিব প্রমুখ। মেয়র আ জ ম নাছির বলেন, যুব সমাজকে অশ্লীলতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে বিমুখ করে ইসলামের শান্তির পথে ফিরিয়ে আনতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবি রাখে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর